সর্বশেষঃ

ভোলায় মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার

ভোলায় ১০ জুন বৃহস্পতিবার বিকেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১০ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে সদর উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোড থেকে মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন শিবলু (৩৮) কে গ্রেপ্তার করেছে। সে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর কাঁঠালি এলাকার মোঃ মালেক হাওলাদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page