সর্বশেষঃ

ফাতেমার পরিবারকে সহায়তা করলেন ভোলার বিএনপি নেতা আসিফ আলতাফ

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ভোলা সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোহাম্মদ আসিফ আলতাফ। বৃহস্পতিবার (১০ জুন) সকালে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে গৃহপরিচারিকা ফাতেমার বাড়িতে উপস্থিত হয়ে ফাতেমার মা ও মেয়ের কাছে নগদ অর্থ তুলে দেন তিনি।
এ সময় বিএনপি নেতা মোহাম্মদ আসিফ আলতাফ বলেন, ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন এর কিছু ব্যক্তি আমাকে অবহিত করেন ফাতেমার পরিবার বেশ কিছুদিন ধরে আর্থিক সমস্যায় রয়েছে। তাই আমার পক্ষ থেকে এ মানবিক সাহায্য। এসময় ভোলা সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ রাসেল মাহমুদসহ কাচিয়া ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।