তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শতাব্দীর মহানায়ক অনন্য মুজিব : পর্ব-০৯
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : প্রধানমন্ত্রী বেগম জিয়া নানারকম ফন্দিফিকির টটে তাকে শ্রীঘরে পাঠালেন। যে সকল দোষত্রুটি তিনি দেখিয়েছিলেন তা না দেখালেও চলত। এরশাদ সাহেবকে গদি থেকে নামিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজত্ব হাতে নিয়েছিলেন। কিন্তু সে রাজত্ব চালাতে তিনি সফলতা অর্জন করতে পারেন নি। জনাব এরশাদ মিস্টার জিয়া ও মিসেস খালেদা জিয়ার মত ক্ষমতালোভী ছিলেন না। পুরোদমে দু’তিনটি বছর আন্দোলন চালিয়ে তাকে তার গদি থেকে নামাতে বাংলার কত দামাল ছেলে-মেয়েকে আত্মহুতি ও রক্ত দিতে হয়েছে তা লিখে আর শেষ করা যায় না। পাঁচ-ছয়-সাতদিন হরতাল থেকেছে। বাংলার জনগণ তা হাঁসিমুখে মেনে নিয়েছে। ঢাকার বাজার হাট, নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, হকার্স মার্কেট, গুলিস্থান, মতিঝিল, গুলশান, বনানী, মহাখালী, ফার্মগেটে হরতাল হয়েছে। শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে এই রকম হরতাল চলেছে। শেষ পর্যন্ত কোর্ট, কাচারী, অফিস, আদালত, ব্যাংক, পোষ্ট অফিস সব বন্ধ হয়ে গিয়েছিল। রেল লাইন পর্যন্ত বাংলার জনগণ তুলে ফেলেছিল।
১৯৯৬ সালের ফেব্রুয়ারী, মার্চ মাসে কোন সরকার ছিল না। জনগণই সরকারের কাজ পরিচালনা করেছে। অসহযোগ আন্দোলন চলল দুর্দান্ত গতিতে। সপ্তাহে, সপ্তাহে আন্দোলন বেড়েই চলছিল। এত বড় আন্দোলন বঙ্গবন্ধুর সময়ও হয়নি। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে চলছিল দুর্দান্ত আন্দোলন। ১৯৯৬ সালে ২৮ শে জানুয়ারী, তখন রোজা চলছিল। আকম্মাৎ জগন্নাথ হলে বিনা উস্কানিতে নিরীহ ছাত্রদের উপর হামলা চালাল পুলিশ। ছাত্ররা দিশেহারা হয়ে পড়ল। দুপুর ১২টার সময় ছেলেরা তখন খেতে বসেছিল, হঠাৎ জগন্নাথ হলের গেট ভেঙ্গে বি.ডি.আর, পুলিশ তাদের ডাইনিং রুমে ঢুকে তাদের মুখের গ্রাস কেড়ে নিল ও বলল মালাউনের বাচ্চারা রোজার দিনে রোজা রাখিস না ? ভাত খাচ্ছিস ? আজ তোদের শেষ করব। এই বলে মারধোর করে দুই শত ছেলেকে বেঁধে থানায় নিয়ে গেল। তারপর ছেলে ও মেয়ের দল ক্ষিপ্ত হয়ে বাংলার আনাচে, কানাচে হরতাল অসহযোগের খুঁটি গেড়ে বসল।
বাংলা একাডেমীতে ১ল ফেব্রুয়ারী থেকে একটি বইমেলার বিরাট উৎসব হয়। এই মেলা দীর্ঘ ১ মাস ধরে চলে। স্বনামধন্য লেখক, লেখিকা ও সাধারণ লেখক, লেখিকাদের লেখা এই মেলায় শোভা পায়। দেশের প্রধানমন্ত্রী এই মেলা উদ্বোধন করে। সাহিত্য সম্বন্ধে বক্তৃতা করে। ভার্সিটির ছেলেরা মহাপরিচালক (মনসুর মুসাকে) আগেভাগেই বলে রেখেছিল যেন প্রধানমন্ত্রী বেগম জিয়াকে উদ্বোধন করতে ডাকা না হয়। তবু তিনি তাকে উদ্বোধন করার জন্য সাদর সম্ভাষন জানালেন। বাংলা একাডেমীর সদস্য ও আজীবন সদস্যদের বাংলা একাডমী থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
(চলবে——)।