লালমোহনে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ভোলার লালমোহনে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন শনিবার সকালে উপজেলার গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। লালমোহন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এর সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ মানিক, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পশ্চিম চর উমেদ ইউপি চেয়ারম্যান মোঃ আবু ইউসুপ, সিকদার হাট প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ডেইরী ফার্ম এসোসিয়েশনের সাধারন সম্পাদক হারুনুর রশিদ প্রমূখ।


অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ উন্নয়ন ও দেশের চাহিদা মেটানোর জন্য বর্তমান সরকার খামারিদের দিয়ে কাজ করে যাচ্ছে। প্রাণিসম্পদের উপর বিভিন্ন উন্নতমানের প্রশিক্ষণসহ খামারিদের ঋণপ্রদান করে যাচ্ছে। লালমোহনে বিভিন্ন ফার্মের মালিকগন তাদের উৎপাদিত বিভিন্ন প্রাণি আজকে এখানে প্রদর্শনের মাধ্যমে নতুন নতুন খামারি এখাতে আসার জন্য আগ্রহ সৃষ্টি হবে এবং দেশের চাহিদা পুরন করা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।


বক্তব্য শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। স্টলে দেশী বিদেশী উন্নত জাতের গৃহপালিত বিভিন্ন গরু, ছাগল, ভেড়া, হাস, মুরগী, বিড়াল, কবুতর, টিয়া, খরগোশ প্রদর্শণ করেন। পরে স্টল মালিকদের সাটিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহায়তায় লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ আয়োজন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page