দৌলতখানে বসতঘরে দুর্ধর্ষ চুরি

ভোলার দৌলতখানে একটি বসতঘরের বেড়া-ভেঙে ঘরে ঢুকে স্বর্ণ-অলংকার ও নগদ টাকা সহ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪জুন) রাত তিনটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফারুক মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।’

ভুক্তভোগী ফারুক মাঝির স্ত্রী-রাজিয়া বেগম জানান, ‘প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখেন ঘরের বিভিন্ন গুরত্বপূর্ণ আসবাবপত্র এলোমেলো ভাবে পরে আছে। পরে ঘরের বিভিন্ন স্থানে ঘুরে দেখেন তার ঘরের বেড়া-ভেঙে ঘরে ডুকে বাক্সার তালা ভেঙে স্বর্ণ-অলংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। তবে তিনি ধারণা করছেন পার্শ্ববর্তী মতলব মেস্তরির সাথে তার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে তিনি এমন ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ করেন। এ দুর্ধর্ষ চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবারের প্রায় ৪লাখ টাকার মত ক্ষতি হয়েছে।’

এ ব্যাপারে আব্দুল মতলব মেস্তরী জানান, ‘তিনি পূর্ব শত্রুতার জেরে এমন ধারণা করতে পারেন । তবে এ বিষয় আমি কিছুই জানিনা। এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল জানান, এমন ঘটনা খুবই দুঃখজনক। দৌলতখান থানার (ওসি) তদন্ত বশির আহমেদ জানান, থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।