ভোলায় পুস্টি নিরাপত্তায় মডেল গ্রাম গড়তে কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণ
লালমোহন পৌরসভায় পরিবেশ রক্ষা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত
ভোলার লালমোহন পৌর এলাকার পরিবেশ রক্ষা বিষয়ে করনীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন ২০২১ ইং মঙ্গলবার সকাল ১১ টায় লালমোহন পৌরসভার হলরুমে পৌরসভার সহকারী প্রকৌশলী নিজাম উদ্দিন এর সঞ্চলনায় পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ বাচাঁও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান ও আমিনুল রসুল প্রমূখ। উম্মুক্ত আলোচনায় পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন পাঞ্চায়েত, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ পাটওয়ারী, সাংবাদিক শাহীন আলম মাকসুদ, ইব্রাহীম হাওলাদার, আবদুর রাজ্জাক হাওলাদার, জয়ন্ত চন্দ পন্টি, রোকেয়া বেগম, আল-আমিন, নিয়াজ মুশফিক, মাওলানা আবদুল আউয়াল প্রমূখ।
উম্মুক্ত আলোচনায় বক্তারা লালমোহন পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় বলেন লালমোহন পৌরসভার পুকুরগুলো বর্তমানে ময়লার ভাগার হয়ে আছে এবং পুকুরগুলো ময়লার কারনে বর্তমানে মশাদের দখলে রয়েছে। ড্রেন এর ডাকনা না থাকার কারনে বাজরের ব্যবসায়ীরা ড্রেনের মধ্যে ময়লা ফেলে ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। লালমোহন চৌরাস্তার মোড়ে অটো স্ট্যান্ড ও রাস্তার মধ্যে ফুটপাতে বিভিন্ন দোকান থাকার কারনে যানজট এখন প্রতিদিনের নিয়মিত ঘটনা। উত্তর বাজারে সকালে কাঁচা বাজার বসে একদম রাস্তার উপরে এজন্য সেখানে সকালে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ৭নং ওয়ার্ড এর খালটি প্রভাবশালীরা বন্ধ করে দিয়েছে, খালের মধ্যে বিভিন্ন কাঁচা লেট্রিন থাকায় পরিবেশ দুষিত হচ্ছে। লালমোহন পৌরসভার ১২ টি ওয়ার্ডে বাসাবাড়ীর ময়লা ফেলার জন্য কোন ডাস্টবিন না থাকার ফলে যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে।
গেষ্ট অব অনার পবার চেয়ারম্যান পরিবেশের ৪টি উপাদান নিয়ে আলোচনা করেন। জলাবদ্ধতা, বজ্রনিস্কাশন, শব্দ দূষন ও যানযট। তিনি বলেন এ ৪টি যদি ঠিক থাকে তাহলে পরিবেশ অনেক ভালো আছে বলে মনে করা হয়।
প্রধান অতিথি পৌর মেয়র তার আলোচনায় বলেন লালমোহন পৌরসভার ময়লা ফেলার জন্য নিজস্ব কোন জায়গা/জমি নেই। খুব শীঘ্রই উপকূলীয় শহর উন্নয়ন প্রকল্পের আওতায় ময়লা ফেলার জন্য আলাদা জমি ক্রয় করা হবে এবং নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা করা হবে। পৌরসভার পরিত্যক্ত পুকুরগুলোকে ব্যবহার উপযোগী করা হবে। তিনি লালমোহন পৌরসভার বিভিন্ন সমস্যার ব্যাপারে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর সহযোগিতা ও পরমর্শক্রমে লালমোহন পৌরসভাকে গ্রীণ পৌরসভা করার হবে। এজন্য তিনি পৌরবাসী সকলের সহযোগিতা কামনা করেন।