ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করলেন এমপি শাওন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যথাযথ পদক্ষেপ ও মহান আল্লাহর রহমতে ঘূর্ণিঝড় ইয়াস মানুষের ক্ষতি করতে পারেনি। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করছে। ১ জুন ২০২১ ইং বিকালে কালমা ইউনিয়নের ডাঃ আজাহার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে করোনা কালীন ত্রাণ সহায়তা বিতরণ কালে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে এবং তার কর্মী হিসাবে, তার দেয়া জিনিষগুলো আপনাদের মাঝে চেষ্টা করছি বিতরণ করতে। আমাদের স্থাণীয় জনপ্রতিনিধিরা আছেন তাদের মাধ্যমে যে কোন বরাদ্ধ আমরা আপনাদের কাছে পাঠায় তারা তা বিতরণ করে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, জেলে ভাতা, ভিজিডি থেকে শুরু করে সকল ভাতা প্রদান করা হচ্ছে স্থাণীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে।
বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম জামাল এ ত্রাণ বিতরনের আয়োজন করেন। ত্রাণ বিতরণে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পাঞ্চায়েতসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।