ভোলায় জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার মাগরিব বাদ ভোলা জেলা বিএনপির কার্যালয়ে তার জীবনি সম্পর্কে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ভোলা জেলা বিএনপি। এসময় জিয়াউর রহমানের জীবনি সম্পর্কে আলোচনা করে ভোলা জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য গোলাম নবী আলমগীর বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোপান। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পদক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইউসুফ, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তছলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আলা-আমিন, যুবদলের সভাপতি লিটন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ছাত্রদলের সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক আলামিন হাওলাদারসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।