সর্বশেষঃ

একজন আফসার উদ্দিন বাবুল

(ফাইল ছবি)

আফসার উদ্দিন বাবুল। ভোলার মানুষের অতি পরিচিত নাম ছিলো। অতি পরিচিত প্রানবন্ত মানুষটি আজ শুয়ে আছেন গোরস্থান মসজিদের পাসে। ভোলার শিল্পকলার বার বার নির্বাচিত সম্পাদক, ভোলার আদালতের সিনিয়র এ্যডভোকেট, ভোলার সাংবাদিক নেতা, ভোলার রাজনীতির মানুষদের আপনজন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সর্বোপরি ভোলার শিক্ষা প্রতিষ্ঠান ও ভোলার ছাত্র-ছাত্রীদের প্রিয় শিক্ষক মৌলভীরহাট হোসাইনিয়া ডিগ্রী মডেল মাদ্রাসার অধ্যাপক ও বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল। গত বছরের আজকের দিনে ঢাকার একটি হাসপাতালের গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন।
এই শিশুসুলভ মানুষটি আমাদের চির চেনা ভোলার প্রতিটি মানুষকে বিনোদনের মাধ্যমে শত প্রতিকুলতার মধ্যেও সতেজ করে রাখতেন। আজ সেই মানুষটি চেয়ে আছেন সদগায়ে জারিয়ার প্রত্যাশায়।
কলামিষ্ট, সাংবাদিক, শিক্ষাবিদ সর্বোপরি একজন সংস্কৃতিকক ব্যক্তিত্বের অধিকারি মানুষটি ভোলার রাজনৈতিক অঙ্গনের একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিতি ছিলো পুরো জেলাময়। ক্ষমতার দীর্ঘ মেয়াদে জিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মত গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও কোন দিন কোন অবৈধ অর্জনতো দুরের কথা, তার চিন্তাও করেননি।
আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। করোনার কারণে সীমিত পরিসরে পারিবারিকভাবে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তবে পরিবারের পক্ষথেকে ভোলার মানুষের কাছে তার অতীতের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমার সাথে সাথে দোয়াও চেয়েছেন ভোলার সকলের প্রিয় এই মুখটির জন্য। ভোলার বাণী পরিবারও তাকে শ্রদ্ধা ভরে স্মরনের সাথে সাথে প্রত্যাশা যেন আফসার বাবুলের মত এমন নির্লোভ মানুষ ফিরে আসুক বারে বার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page