লালমোহনে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলার লালমোহনে মো. সজীব (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকার সুগন্ধা আবাসনের পাশের একটি গাছ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। কিশোর সজীব ওই এলাকার আব্দুর রবের ছেলে।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এটা হত্যা না আত্মহত্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এজন্য লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মূল ঘটনা জানা যাবে।