কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সংক্রান্ত ডরপ’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ভোলার লালমোহনে ঝড়ে গাছ চাপা পড়ে কৃষকের মৃত্যু

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার লালমোহন উপজেলার চরসকিনা গ্রামে ভেঙে যাওয়া গাছের চাপা পড়ে মোঃ আবু তাহের (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) রাত ৮টার দিকে গাছ চাপা পড়েন তিনি। পরে রাত ১২ টায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আবু তাহের একই এলাকার পাটোয়ারী বাড়ির গফুর আলী পাটোয়ারীর ছেলে।
স্থানীয়রা জানান, লালমোহনের কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরসকিনা গ্ৰামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা কৃষক আবু তাহের রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে টয়লেটে যাচ্ছিলেন। এ সময় ঝড়ের তীব্র বাতাসে ঘরের পাশে থাকা একটি রেন্ট্রি গাছ ভেঙে তার গায়ে পড়লে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহম স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এরপর ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে আবু তাহেরের মৃত্যু হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।