সর্বশেষঃ

সমুদ্রে মাছ শিকার করে দৌলতখানের ঘাটে দিলেন জরিমানা

বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার শেষে ঘাটে ফিরে এলে দৌলতখানে এফবি ফাউজিয়া আশিকা নামে এক ফিশিংবোট মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মৎস্য বিভাগ।’

এসময় ফিশিংবোটে মজুদকৃত সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ নিলামে ১৭ হাজার ১৫০ টকায় বিক্রি করা হয়।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, ‘২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে সুমদ্রে মাছ শিকার করে চট্টগ্রামের ফিশিংবোটটি মঙ্গলবার ভোর রাতে দৌলতখানের মেঘনায় পাতারখাল সংলগ্ন নদীতে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাউজিয়া আশিকা নামে এক ফিশিংবোট মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হয়।

এর আগে গত দুইদিনে সমুদ্রে মাছ ধরার অপরাধে তিন ফিশিংবোট মালিককে ৪৫হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান,‘নিষেধাজ্ঞা সময়ে সমুদ্রে মাছ ধরার উপর আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।