সর্বশেষঃ

তজুমদ্দিনে বহুমূখী আশ্রয়কেন্দ্র উদ্বোধন

সারাদেশের ন্যায় ভোলার তজুমদ্দিনে ডিজিটাল পদ্ধতিতে নির্মিত বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কোড়ালমারা বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয় ও চাপড়ী আলিম মাদ্রাসার বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেশব্যাপী ডিজিটাল এই প্রকল্পের বাস্তবায়ন করেন।


ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা শিক্ষা অফিসার শওকাত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, কোড়ালমারা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুল হাসান, চাপড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ হাবিবুর রহমান হারুন, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page