নিরাপদ বৃদ্ধাশ্রমের সাথে ‘লাস্ট ড্রেস বাই শওকত’র চুক্তি স্বাক্ষর
লালমোহনে আবাসিক এলাকায় পোল্ট্রি মুরগির খামার করায় দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ
লালমোহনে আবাসিক বাড়ির সামনে পোল্ট্রি মুরগির খামার স্থাপন করায় দুর্গন্ধে এলাকাবাসি অতিষ্ঠ। খামারের গন্ধে পথচারীরাও নাক বন্ধ করে রাখতে হচ্ছে। লালমোহন পৌর এলাকার ৪নং ওয়ার্ড নয়ানিগ্রামের স্বনির্ভর সড়কে এই মুরগির খামার স্থাপন করা হয়েছে। প্রবাসী মোঃ কামাল হোসেনের স্ত্রী জোসনা বেগম এই খামার স্থাপন করেন। খামারের পাশেই আবাসিক ঘর বাড়ি রয়েছে। খামার স্থাপনের সময় এলাকাবাসীর পক্ষে বাধা দেওয়া হলে পরিবেশের ক্ষতি হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে খামার স্থাপন করেন জোসনা বেগম। কিন্তু সে প্রতিশ্রুতি রাখা হয়নি। খামারটি বর্তমানে পুরনো হয়ে যাওয়ায় দুর্গন্ধ আরো বেড়েছে। এতে পরিবেশ দূষণসহ এলাকার মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। পথচারীরাও এতে দুর্ভোগ পোহাচ্ছেন। সবচেয়ে কষ্ট পাচ্ছে ওই এলাকার বাসা বাড়ির শিশুরা। এ বিষয়ে জোসনা বেগমকে একাধিকবার অবগত করা হলেও তিনি কর্ণপাত করছেন না। এ অবস্থায় পোল্ট্রি মুরগির খামারটি বন্ধ করাসহ পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের করেছেন ওই এলাকার গৃহবাসীরা।