ফিলিস্তিন মুসলিমানদের উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে ভোলা বাইকার্স ক্লাবের মানববন্ধন

ফিলিস্তিনের উপর অমানবিক নির্যাতনে তীব্র নিন্দা এবং যুদ্ধ বিরতির খবরে আনন্দ উদযাপন করেছে ভোলা বাইকার্স ক্লাব (বিবিসি)। শুক্রবার (২১ মে) বিকেলে ভোলা বাইকার্স ক্লাবের ভোলা সদর, বাংলাজার, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশনসহ ভোলা জেলার সকল বাইকাররা যুদ্ধ বিরতির কথা উল্লেখ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে ভোলা সদরে বিজয়ী মহড়া দিয়ে ভোলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। এ সময় ভোলা বাইকার্স ক্লাবের এডমিন মোঃ ইমরান খান জানান, আমরা ইনশাআল্লাহ সামনের দিকে সকল প্রকার সামাজিক কাজে অংশগ্রহন করব।