ব্ল্যাক ফাঙ্গাসকে “মহামারি ঘোষণা” করলো ভারত

ভারতে দেখা দেওয়া মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তারা প্রতিটি রাজ্যকে এ ঘোষণা দিতে বলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া একটি চিঠিতে এ কথা বলা হয়েছে বলে বৃহস্পতিবার (২০ মে) উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, এ ঘোষণার অর্থ হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সব নিশ্চিত এবং সন্দেহজনক রোগী সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণয়ালয়ে জানাতে হবে। চিঠিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল চিঠিতে বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাস রোগীর স্ক্রিনিং, নির্ণয়, ব্যবস্থাপনা নিয়ে সব সরকারি ও বেসরকারি হাসপাতালা-মেডিকেল কলেজকে নির্দেশিকা ফলো করতে হবে।
এই রোগটি নাকের উপরে কালো হয়ে যাওয়া বা বর্ণহীনতার সৃষ্টি করতে পারে, দৃষ্টি ঘোলা বা ডাবল ভিশনের করাতে পারে, বুক ব্যথা, শ্বাস গ্রহণে সমস্যা তৈরি করতে পারে। মহারাষ্ট্রে এখন পর্যন্ত এ রোগের ১৫০০ রোগী পাওয়া গেছে। এখানে মারা গেছেন ৯০ জন। তামিলনাড়ুতে পাওয়া গেছে একজন রোগী। অন্যান্য রাজ্যেও ধীরে ধীরে আরো রোগীর খবর পাওয়া যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page