সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দৌলতখানে মানববন্ধন
দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে দৌলতখানে মানবন্ধন ও সমাবেশ করা হয়েছে।
বুধবার (১৯মে) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতখান রিপোর্টার্স ইউনিটির আয়োজনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন সমাবেশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার দৌলতখান প্রতিনিধি মতিউর রহমান, সাধারণ সম্পাদক কাজি জামাল, সিনিয়র সহ-সভাপতি মীর মোহাম্মদ গিয়াস উদ্দীন।
এসময় বক্তারা বলেন ,মিথ্যা মামলায় রোজিনা ইসলামের নিঃশর্ত ভাবে মুক্তির দাবি সহ যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি’র দাবি জানান।