লালমোহনে জেলেদের সাথে জনসচেতনতা সভা করলেন এমপি- শাওন
২০ মে থেকে ২৩ জুলাই ২০২১ পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে সকল প্রজাতির মাছ এবং চিংড়ি আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে দুপুরে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে কয়েকশত জেলেদের সাথে জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন বর্তমান ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। অবরোধের সময় জেলেরা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য বর্তমান সরকার জেলেদের ভিজিডি কার্ডের মাধ্যমে চাল দিচ্ছে। প্রকৃত জেলেরা যাতে চাল পায় তার জন্য মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনকে কঠোর নজরদারী করার জন্য বলেন এমপি শাওন। বর্তমান সরকারের যথাযথ পদক্ষেপের কারনে আমরা নদীতে বড় ইলিশ মাছ পাচ্ছি। এতে জেলেরা যেমন লাভবান হচ্ছে পাশাপাশি দেশবাসী বড় ইলিশ খেতে পারছে। জেলেদের অনেক সুযোগ সুবিধা দেয়ার পরও কিছু কিছু অসাধু এবং লোভী লোক চুরি করে ঝাটকাসহ ছোট মাছ স্বীকার করছে। এদের বিরুদ্বে সকলকে ঐক্যবদ্ব হয়ে শতর্ক থাকতে হবে।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমন এর সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ফরাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসন মুরাদ প্রমূখ। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী, ইউপি সদস্যসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এরপূর্বে একই স্থানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, জেলে, মৎস্য আড়তদার, মৎস্য ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের নিয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।