সর্বশেষঃ

দৌলতখানে মৎস্য বিভাগের সচেতনতা সভা অনুষ্ঠিত

দেশের সামুদ্রিক জলসীমায় আগামী (২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত) ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের ঘোষেরহাট মাছ ঘাটে জেলেদের সাথে মৎস্য বিভাগের সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সচেতনতা সভায় বক্তারা বলেন, মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান চতুর্থ, এটি নিঃসন্দেহে গৌরবের বিষয়। মাছ ধরার নিয়মকানুন সম্পর্কে মৎস্য আহরণকারীদের আরও সচেতন করা গেলে এর উৎপাদন আরও বাড়বে। জেলেরা বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে অনেকে নদী ও সমুদ্র থেকে মাছের ডিম পর্যন্ত তুলে আনছেন। এ ধরনের কাজ বন্ধ করার বিকল্প নেই।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান জি এস ভুট্টো তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাফিজল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক মাষ্টার, প্রাক্তন ইউপি সদস্য মেজবাহ উদ্দিন ঝট্টু, সাংবাদিক কাজি জামাল, রোমানুল ইসলাম সোহেবসহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page