শতাব্দীর মহানায়ক অনন্য মুজিব : পর্ব-০২

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : ছয় দফার দাবীতে জনগণের আন্দোলন, শেখ মুজিবের নেতৃত্বে লাখো লাখো লোকের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যোনে বঙ্গবন্ধু ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। যার যা আছে, তাই নিয়ে শত্রুর বুকে ঝাপিয়ে পড়ো, এদেশকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি করো।
২৫ শে মার্চ ১৯৭১ অতর্কিত রাতের গভীরে ওয়েষ্ট পাকিস্তানীর ঢাকার বুকে ঝাঁপিয়ে পড়ল। কত লোক যে মারা গেল তার কোন হদিস নেই। হানাদার বাহিনী আক্রমন চালিয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে করাচী নিয়ে গেল। রাতের গভীরে অসহায় নারীর ক্রন্দন ঢাকার বুকে এক বিভীষিকা সৃষ্টি করেছিল। দলে দলে মানুষ গ্রামাঞ্চলে পাড়ি জমাল। দলে দলে নওযোয়ানরা প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিল। পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালো। কত স্বামী স্ত্রী-পুত্র সহ ছদ্মবেশে ভারতে পালিয়ে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এমনি করে হাজার হাজার, লাখো লাখো ছেলে ভারতে এসে মুক্তিবাহিনী গঠন করে নিজের দেশের জন্য যুদ্ধ করার দাবী জানাল।
তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের প্রার্থনা মঞ্জুর করলেন এবং তাদের ট্রেনিং প্রাপ্ত করার জন্য আদেশ দিলেন। তাদের খাওয়া-দাওয়া, থাকা, ঔষধ-পত্রের ভার গ্রহণ করলেন। নয় মাসের ভীষণ রক্তের তিতীক্ষা, সংযম, সংগ্রাম, এক লক্ষ মুক্তিযোদ্ধার আত্মত্যাগের, এক সাগর রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার আত্মহুতির মাধ্যমে আর ভারতের সাহায্যে পাকিস্তান হানাদার বাহিনীর ১ লক্ষ সোলজার থাকা সত্ত্বেও বাংলার দামাল মুক্তিযোদ্ধাদের কাছে তাদের পরাজয় বরণ করতে হল। সেদিন ছাত্র নেতৃত্বে ছিলেন ভোলার কৃতি সন্তান বঙ্গবন্ধুর সহচর ও রাজনৈতিক সচিব জননেতা তোফালেয় আহমেদ। বাংলাদেশ স্বাধীন হল।
মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধু এ ৩টি বিষয় রাজনীতিকে উত্তেজিত করে। এটি জাতীয় সংসদের আলোচনায়ও উত্তেজনা দিয়েছে। এতে অবাক হবার কিছু নেই। মুক্তিযুদ্ধ নিয়ে কথা হবেই। মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, বাঙালীর ইতিহাস। জাতির জনক বঙ্গবন্ধু এ দেশের স্থপতি। শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের কথা বলা যাবে না। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাদ দিয়ে যেমন রাজনীতি করা যাবে না। তেমনি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করে এ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করেছে, তারাও ইতিহাসের আস্তকূঁড়ে নিক্ষিপ্ত হবে। বাংলাভাষা, বাংলাদেশ, আর বঙ্গবন্ধু, এ ৩টি একই সূত্রে গাঁথা। সারা দুনিয়া জানে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধু।

(চলবে———–)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।