তজুমদ্দিনে ৯ হাজার ৩শ জনকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়ত পৌঁছে দিলেন এমপি- শাওন
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ ও জিআর কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কার্যক্রমের নগদ অর্থ ৯ হাজার ৩শ জনের মাজে বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার সকালে চাঁদপুর ও সোনাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় নগদ অর্থ ও তজুমদ্দিন মানবতার সেবা সংগঠনের আয়োজনে শাড়ী ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা গরীবদের সাথে আনন্দ বেদনা ভাগ করে নিতে প্রতিটি ইউনিয়নে ছিন্নমূল মানুষের হাতে হাতে নগদ টাকা পৌছা দেয়ার চেস্টা করছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় তৃনমূলে কাজ করছি। দেশের উন্নয়নের পাশাপাশি করোনায় লকডাউনে কর্মহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী ও মানবিক সহায়তা পৌছে দেয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে। করোনা কালীন মানবিক সহায়তার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সাধারণ মানুষের মনের মনিকোটায় জায়গা করে নিয়েছেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাসেদ খান, আ’লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, শহিদ উল্যাহ কিরণ, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, সোনাপুর আ’লীগ সভাপতি মেজবাহউদ্দিন ফারুক, উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম মহাজন, সেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক হাসান, ছাত্রলীগের আহবায়ক মোঃ রাসেল প্রমুখ।