সর্বশেষঃ

চরনোয়াবাদ বন্ধুমহল এর উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন এর পশ্চিম চরনোয়াবাদ এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সপ্তম বারের মতো ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

চরনোয়াবাদ সমাজসেবী বন্ধুমহল এর উদ্যোগে বুধবার (১২ মে) সকাল ১০ টার দিকে পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী হিসেবে এসময় প্রতিজনকে নগদ ১শত টাকা, ৪ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম গুঁড়ো দুধ, ১টি সাবান, ২ কেজি পোলাও চাউল, ২ কেজি চিনি, ১ প্যাকেট বাদাম ও ১ প্যাকেট কিচমিচ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাপ্তা ইউনিয়ন এর বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মোঃ আবুতাহের, পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, ইউপি সদস্য মোঃ শাহীন মাল, মোঃ মোশারেফ মাল, মোঃ ফারুক ফরাজি, সমাজ সেবক মাহাবুুবুর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ ছালে আহমেদ, জাহাঙ্গীর মাতাব্বর, মোঃ সোলাইমান মাল, তরুণ সমাজসেবী মোঃ মাহাবুবুর রহমান রুবেল, মোঃ মহিবুল্লাহ, মোঃ ইসমাইল হোসেন বাপ্পী প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।