অবশেষে ভোলার মেঘনায় ১৫ ট্রলার জব্দ ॥ আটক-১২

নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলার দিয়ে অবৈধভাবে যাত্রী পারাপারের অভিযোগে ভোলার মেঘনায় ১২ জন ট্রলার চালককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় ১৫টি ট্রলার জব্দ করা হয়। সোমবার (১০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেলাল, সোহেল, নাজমুল, মিনহাজুল, মনির, সামসুল হক, আ. রহিম, মো. রুবেল, আলামিন, সুমন বাহার ও মান্নান। এদের বাড়ি লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট, মতিরহাট ও ভোলার ইলিশার বিভিন্ন এলাকায়।
ভোলা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন পাল জানান, ডেঞ্জার জোন ও লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় যাত্রী পারাপার করছিলেন ট্রলার মালিকরা এমন গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকে বিকেল পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালিয়ে ট্রলারের ১২ জন চালক (মাঝি) আটকসহ ১৫টি ট্রলার জব্দ করা হয়। পরে আটকদের নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। এ বিষয়ে মেরিন কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।