স্বাস্থ্যবিধি না মানায় লালমোহনে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল আরোহীর জরিমানা 

ভোলার লালমোহনে মহামারি করোনা প্রাদূর্ভাবে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১টি যাত্রীবাহী বাস ও ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ মে) দুপুরে লালমোহন বাজার চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে এদের জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করায় ১টি যাত্রীবাহী বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে ৭ মোটরসাইকেল আরোহীকেও ১৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page