তজুমদ্দিনে কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা শুরু হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় ভোলার তজুমদ্দিনেও উপজেলা যুবলীগ ধানা কাঁটা কার্যক্রমের উদ্ভোধন করেন। শনিবার সকালে শম্ভুপুুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে দক্ষিণ শম্ভুপুর ধান কাটে কৃষকের বাড়িতে পৌছে দেন যুবলীগের নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জামাল উদ্দিন জাবু, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, সহ-সভাপতি মোঃ নিরব পন্ডিত, যুবলীগ নেতা এম নূরুন্নবী, মুরাদ হাওলাদার, মোঃ নজির আহম্মেদ, মোঃ নুরনবীসহ উপজেলা ইউনিয়নের পর্যায়ের নেতা কর্মীরা।
উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু বলেন, কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ধানের বাম্পার ফলন ফলিয়েছে। তাই দরিদ্র কৃষকেরা ক্ষেতের পাকা ধান কাটা নিয়ে যাতে দুশ্চিন্তায় পড়তে না হয় এজন্য এ উপজেলা যুবলীগ সবসময় কৃষকের পাশে থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।