সর্বশেষঃ

দৌলতখানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিক্সা চালক হাসপাতালে

ভোলার দৌলতখানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শান্ত নামে এক রিক্সাচালক গুরত্বর আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.লিটনের বাড়ী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত শান্ত দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রফিকের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকালে শান্ত রিক্সা নিয়ে বাড়ী থেকে দৌলতখানে বের হন। রাত ৮টার দিকে আহত শান্ত দৌলতখান থেকে রিক্সায় যাত্রি নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে রওয়ানা হলে উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটনের বাড়ী সংলগ্ন এলাকায় পৌঁছান। পরে রিক্সায় থাকা যাত্রি (ছিনতাইকারীরা) তার রিক্সা ছিনিয়ে নিতে চেষ্টা চালায়। এসময় রিক্সাচালক শান্ত বাঁধা দিলে তার গলায় ছুরিকাঘাত করা হয়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পরে ছিনতাইকারীরা পালিয়ে যান বলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবাজার পুলিশ ফাঁড়ি’র তদন্ত কেন্দ্রের ইন-চার্জ গোলাম মোস্তফা। পরে রক্তাক্ত অবস্থায় তাকে পথচারীদের সহায়তায় দ্রুত ভোলা সদর হাসপাতালে নেয়া হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান জানান, ছিনতাইকারীকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।