অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ‘বাংলাবাজার প্রেসক্লাব’

ভোলার উপশহর বাংলাবাজার মসজিদ মার্কেটের নৈশ প্রহরী সিরাজ বেপারির বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে মানবেতর জীবন-যাপন করছেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় বিশ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়ে বর্তমানে তিনি মানবেতর জীবন-যাপন করছেন।
অসহায় এ পরিবারটির খবর পেয়ে বুধবার দুপুরে বাংলাবাজর প্র্রেসক্লাবের উদ্যোগে তাকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পরে বাংলাবাজার প্রেসক্লাবের সভাপতি কবি ও সাহিত্যিক হাওলাদার মাকসুদ ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করে সমাজের সচ্ছল মানুষদের আর্থিক সহায়তার আহবান জানিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি আশ্রাফ উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক নুরউদ্দীন মাহমুদ।
উল্লেখ্য: বাংলাবাজর নতুন মসজিদ সংলগ্ন গেদু বেপারি বাড়িতে গত শনিবার দিবাগত রাতে নৈশ প্রহরী সিরাজ বেপারির বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।