অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ‘বাংলাবাজার প্রেসক্লাব’

ভোলার উপশহর বাংলাবাজার মসজিদ মার্কেটের নৈশ প্রহরী সিরাজ  বেপারির বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে  নিঃস্ব হয়ে মানবেতর জীবন-যাপন করছেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায়  বিশ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়ে বর্তমানে তিনি মানবেতর জীবন-যাপন করছেন।

অসহায় এ পরিবারটির খবর পেয়ে বুধবার দুপুরে বাংলাবাজর প্র্রেসক্লাবের উদ্যোগে তাকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পরে বাংলাবাজার প্রেসক্লাবের সভাপতি কবি ও সাহিত্যিক হাওলাদার মাকসুদ ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করে সমাজের সচ্ছল মানুষদের আর্থিক সহায়তার আহবান জানিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি আশ্রাফ উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক নুরউদ্দীন মাহমুদ।

উল্লেখ্য:  বাংলাবাজর নতুন মসজিদ সংলগ্ন গেদু বেপারি বাড়িতে গত শনিবার দিবাগত রাতে নৈশ প্রহরী সিরাজ  বেপারির বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page