সর্বশেষঃ

গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্র সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

করোনা সংক্রমনের ভয়ে সবাই যখন ঘরে রয়েছে, তখন অনেকেই থাকছেন চরম কস্টে, অর্ধাহারে-অনাহারে। রোজার মাস অনেক গুরুত্বপূর্ণ মুসলিমদের কাছে, এই রোজায় যেন কাউকে না খেয়ে রোজা না রাখতে হয় সেই চেস্টাই করে যাচ্ছে ব্র্যাক আলট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) কর্মসূচি ভোলা অঞ্চলের আওতাধীন, ভোলা সদর শাখা অফিসের বালিয়াকান্দি গ্রাম সামাজিক শক্তি কমিটি।
মঙ্গলবার (৪মে) বিকাল ৩ ঘটিকার সময় বালিয়াকান্দি গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে বালিয়াকান্দি গ্রামের অতি দরিদ্র সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, প্রভাষক ডাঃ মোঃ মহিউদ্দিন, ব্র্যাক আলট্রা-পুওর গ্রাজুয়েশন কর্মসূচি ভোলা সদর শাখার শাখা ব্যবস্থাপক জনাব মাসুম বিল্লাহ ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।