চরফ্যাশনে বজ্রপাতে নিহত পরিবার দ্বয়ের মাঝে অর্থ প্রদান

জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে হাজারীগঞ্জ ও আসলামপুর ইউনিয়নে আকস্মিক বজ্রপাতে নিহতদের ২ পরিবারের মাঝে ২৫ হাজার টাকা করে দুই পরিবারকে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনসহ উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।