অতিরিক্ত পুলিশ সুপার পদে পদন্নোতি পেলেন শেখ সাব্বির হোসেন

সহকারি পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদন্নোতি পেয়েছে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেন। তিনি এ পদন্নোতি পাওয়ায় তাকে সোমবার ৩ মে এ র‌্যাঙ্ক পরিয়ে দিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ভোলা।
র‌্যাঙ্ক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পুলিশের পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাব্বির হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ আব্বস উদ্দিন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) দেবজিত পাল উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page