সর্বশেষঃ

আফগানিস্তান থেকে সেনা ‘প্রত্যাহার’ করছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট ॥ অবশেষে আফগানিস্তান থেকে প্রত্যাহার হচ্ছে মার্কিন সেনা। শনিবার (১ মে) দেশটি থেকে মার্কিন সেনারা ফিরতে শুরু করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, এরই মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। গত ১ মে সেটিরই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। ২০২০ সালে সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছিল তালেবানের সঙ্গে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে আফগানিস্তানে অবশিষ্ট আড়াই হাজার মার্কিন সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেন। ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে সেনা প্রত্যাহার শেষ হবে বলেও জানান তিনি। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা এবং প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ হামলার জন্য তালেবানদের দায়ী করে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

 

সুত্র : বাংলানিউজ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page