নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ।। মধ্য রাত থেকে ইলিশ শিকারে নামবে ভোলার জেলেরা

ইলিশের পোনা জাটকা রক্ষায় মেঘনা ও তেঁতুলিয়ায় মাছের অভয়াশ্রমে টানা ২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মধ্য রাত থেকে নদীতে আবার মাছ ধরতে নামবে ভোলার জেলেরা। আজ (৩০ এপ্রিল) শুক্রবার রাত ১২টার পর (১ মে) থেকে জাল, ট্রলার, নৌকাসহ ইলিশ ধরার সরঞ্জাম নিয়ে পুনরায় মাছ শিকার করবে তেঁতুলিয়া-মেঘনার জেলেরা।
এদিকে নির্ধারিত টানা দু’মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর শনিবার থেকে ফের কর্মব্যস্ততা ফিরে আসবে জেলে, আড়তদার, বেপারী ও মৎস্যচালানীসহ সংশ্লিষ্ট সবার মাঝে। ইতোমধ্যেই জমজমাট হয়ে উঠেছে ঝিমিয়েপড়া মাছের আড়তগুলো। জেলে, পাইকার, আড়তদারদের হাঁকডাকে আবার মুখর হবে নদী পাড়ের আড়ত ও ভোলার মাছঘাটগুলো। মধ্যরাত থেকে নদীতে নামতে পারবে, তাই জেলেদের মাঝেও আনন্দ বিরাজ করছে।
তবে জেলা মৎস্য অফিস সূত্র জানা যায়, অভিযানের মেয়াদ শেষ হলেও কারেন্ট জাল, বাঁধা জালসহ অবৈধ সকল প্রকার জাল ও জাটকার উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
এদিকে নিষেধাজ্ঞা এবং লকডাউন এর কারণে জেলেদের দুর্ভোগ বেড়েছে তাই সরকারি সহায়তা দ্রুত জেলেদের মধ্যে বিতরণের দাবি জানিয়েছেন জেলে সমিতির নেতারা।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, সরকারের দেয়া টানা দু’মাস ইলিশের অভায়াশ্রমে নিষেধাজ্ঞায় আমাদের অভিযান ফলপ্রসূ হয়েছে তাই এবছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণে ইলিশ উৎপাদন করা সম্ভব হবে। জাটকা সংরক্ষণ অভিযানে প্রথম দুই কিস্তিতে জেলার ৭৮ হাজার জেলেকে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তবে এপ্রিল-মে দুই মাসের জন্য খাদ্য সহায়তা (৪০ কেজি করে চাল) বরাদ্দ হলেও তা এখনও বিতরণ করা শুরু হয়নি বলেও জানান তিনি।