কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সংক্রান্ত ডরপ’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ভোলায় হ্যালোজেন ট্যাবলেট বিতরণ

দক্ষিণ অঞ্চলের জেলাগুলিতে ডায়রিয়া মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এ উপলক্ষে ব্র্যাক, ভোলা আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এর আওতাভুক্ত ভোলা সদর উপজেলার দক্ষিণ ধনিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে জনসচেনতার জন্য মাইকিং ও পানি বিশুদ্ধ করনের জন্য পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করা হয়।
দক্ষিণ ধনিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি প্রভাষক ডাঃ মোঃ মহিউদ্দিন বলেন, যতদিন এ মহামারি থাকবে, ততদিন আমাদের এ কর্মসুচি অব্যাহত থাকবে। এতে অত্র এলাকায় ব্যাপক সারা পড়ে যায়।
ডায়রিয়া থেকে বাঁচার উপায় : কোন কারনে খাল, বিল, নদী, পুকুর ও ডোবা নালার পানি দিয়ে রান্না-বান্না মুখ ধোয়া গোসল করা সহ অন্যান্য গৃহস্থালি কাজে ব্যবহার করবেন না। খাল, বিল, নদী, পুকুরের পানি ব্যবহার করলে তা ভালো করে ফুটিয়ে নিন। পায়খানা ব্যবহারের পরে এবং খাবার খাওয়ার আগে সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন। সেনিটারি টয়লেট ব্যবহার করুন। খাবার পাত্র ঢেকে রাখ রাখুন। বাঁশি পচা খাবার পরিহার করুন। ফলমূল শাক-সবজি ইত্যাদি খাবার পূর্বে বিশুদ্ধ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন পান করুন। জিহবা মুখ শুকিয়ে গেলে, বার বার খাবার স্যালাইন পান করুন। বমি হলে বা প্রস্রাব বন্ধ হলে নিকটবর্তী স্বাস্থ্য কর্মী বা হাসপাতালে যোগাযোগ করুন। এ ছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকুন। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং সরকারী বিধি নিষেধ মেনে চলুন।