সর্বশেষঃ

তজুমদ্দিনে ২৩ জনের জরিমানা

ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্নস্থানে মাস্ক না পারায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় মোবাইল কোর্টের মাধ্যমে পথচারী ও ব্যবসায়ীসহ ২৩ জনকে ৯ হাজার টাকা অর্থদ- প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা।
বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে বেলা দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাশেরহাট, বউবাজার, মুচিবাড়ির কোনা এবং চাঁদপুর ইউনিয়নের মোল্লাপুকুর পাড়, উত্তর, মধ্য ও দক্ষিণ শশীগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় মাস্ক না পরায় সংক্রামক রোগ (প্রনিনি) আইন, ২০১৮ এর আওতায় ২২ টি মামলায় পথচারী, ব্যবসায়ীসহ ২৩ জনকে ৯ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং জনগণকে করোনাভাইরাসের সাম্প্রতিক ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা বলেন, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা না করলে পরর্তীতে সেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াসহ আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।