ভোলায় ভোক্তা অধিকারের ১২ হাজার টাকা জরিমানা

মাস্ক না পড়া এবং বেশি দামে তরজুম বিক্রির অপরাধে ভোলায় ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। ২৭ এপ্রিল মঙ্গলবার তারা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩ তরমুজ ব্যবসায়ীর কাছে তরমুজ কেনার কাগজ পত্র দেখাতে না পাড়ায় ভোক্তা অধিকারের ৩৮ ধারায় ওই তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা এবং দন্ডবিধি ২৬৯ ধারায় মাস্ক না পড়ার অপরাধে বিভিন্ন ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান এর নেতৃত্বে উপস্থিত চিলেন ভোলা ভোক্তা অধিকারের উপ-পরিচালক মাহমুদুল হাসান, ভোক্তা অধিকারের সেক্রেটারী মোঃ সোলায়মান, মার্কেটিং অফিসার মোস্তফা সোহেব প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।