বিএনপিসহ বিভিন্ন মহলের শোক

ভোলায় বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী দুলালের দাফন সম্পন্ন

ভোলার শাহবাজপুর জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান, জেলা কৃষক দলের সহ-সভাপতি জাকির হোসেন দুলাল ২৭ এপ্রিল দিবাগত রাত ৫টায় মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম জাকির হোসেন দুলালের নামাজে জানাযা মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কাচিয়ার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের নামাজে জানাযায় আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
তার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, বিএনপি নেতা রাইসুল আলম, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক সোবহান কমিশনার, ইয়ারুল আলম লিটন, আবু নোমান মোহাম্মদ সফিউল্লাহ, বশির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, স্বেচ্ছাসেবক দল সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভির আহমেদ, কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মোঃ ইউসুফ, কাচিয়া স্বেচ্ছাসেবক দল সভাপতি আলাউদ্দিন, শাহবাজপুর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আব্দুস সহিদ তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক এরশাদুল ইসলাম আজাদ প্রমূখ। উল্লেখ্য, মরহুম জাকির হোসেন দুলাল দীর্ঘদিন যাবত লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page