ভোলায় লকডাউন ও করোনা পরিস্থিতিতে সরকারের খাদ্য সহায়তা

বিদ্যমান কোভিড পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে জেলা প্রশাসন, ভোলার উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাবার (চাল, ডাল, আলু ইত্যাদি) ও সুরক্ষা সামগ্রী (সাবান, মাস্ক ইত্যাদি) বিতরণ করা হয়। ২৫ এপ্রিল সকাল ১১ টায় শহরের গজনবী স্টেডিয়ামের মাঠে অনুসরণযোগ্য স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক ১০০০ মানুষের মধ্যে এ সহায়তা সামগ্রী প্রদান করা হয়।


ভোলা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবদুল মমিন টুলু, জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো: তৌফিক -ই-লাহী চৌধুরী বলেন, আজকের সহায়তা পেয়েছে বাসশ্রমিক, লঞ্চশ্রমিক, মুচি, হিজরা, বেদে সম্প্রদায়সহ বিভিন্ন অসহায় মানুষ- যারা লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায়ও এ সহায়তা কার্যক্রম চালু করা হবে। কোভিড পরস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।