ভোলায় লকডাউন ও করোনা পরিস্থিতিতে সরকারের খাদ্য সহায়তা

বিদ্যমান কোভিড পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে জেলা প্রশাসন, ভোলার উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাবার (চাল, ডাল, আলু ইত্যাদি) ও সুরক্ষা সামগ্রী (সাবান, মাস্ক ইত্যাদি) বিতরণ করা হয়। ২৫ এপ্রিল সকাল ১১ টায় শহরের গজনবী স্টেডিয়ামের মাঠে অনুসরণযোগ্য স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক ১০০০ মানুষের মধ্যে এ সহায়তা সামগ্রী প্রদান করা হয়।


ভোলা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবদুল মমিন টুলু, জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো: তৌফিক -ই-লাহী চৌধুরী বলেন, আজকের সহায়তা পেয়েছে বাসশ্রমিক, লঞ্চশ্রমিক, মুচি, হিজরা, বেদে সম্প্রদায়সহ বিভিন্ন অসহায় মানুষ- যারা লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায়ও এ সহায়তা কার্যক্রম চালু করা হবে। কোভিড পরস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page