জেলা আ’লীগ নেতা শফিকুল ইসলামের স্ত্রীর মৃত্যু ভোলা বাস মালিক সমিতির শোক

জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সহধর্মিনী মাহমুদা বেগম মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভোলা জেলা বাস মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংগঠনের নেতৃবৃন্দ। তারা এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, মরহুমা মাহমুদা বেগম গত এক সপ্তাহ যাবত ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত শনিবার রাতে মৃত্যু বরন করেন। ২৫ এপ্রিল রবিবার সকাল ১১টায় গাজীপুর রোডস্থ মক্কি মসজিদ প্রাঙ্গনে নামাযে জানাযা শেষে কালিবাড়ী রোডের বিল্লাহ মসজিদ গোরস্থানে দাফন করা হয়।