ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-২

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন এর চরনোয়াবাদ চৌমুহনী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছে। আহতরা হলেন মোঃ সজিব(২০) ও মোঃ এমরান(২৪)। এদের মধ্যে গুরুতর আহত সজিব ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে পশ্চিম চরনোয়াবাদ চৌমুহনী এলাকার মাল বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে সূত্রে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ আজাদ মাল জানান, মাগরিবের নামাজের সময় মসজিদে বাচ্চারা দুষ্টামি করলে সজীব তাদের দুষ্টামি বন্ধ করার জন্য সরিয়ে দিয়ে নামাজে দাড়ায়। বাচ্চাদের মধ্যে একজন নামজের মধ্যে সজিবকে কিল ঘুষি দিতে থাকে। নামাজ শেষে সজিব তাদেরকে জিজ্ঞেস করতে গেলে আবু তাহের মাল ও তার দুই ছেলে জুয়েল মাল এবং সোহেল মাল সজিবকে এলোপাথাড়ি মারধর করে এবং দেয়ালের সাথে মাথায় টুকাতে থাকে। সজিবের ডাক চিৎকার শুনে একই বাড়ির ফরিদ মাল এর ছেলে এমরান মাল সজিবকে উদ্ধার করতে আসলে তাকেও মারধর করে। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত সবজিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে অভিযুক্ত আবু তাহের মাল এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এব্যাপারে বাপ্তা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহীন মাল বলেন, সংঘর্ষের ঘটনা শুনেছি তবে আমাকে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমি ব্যবস্থা নিবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।