ঈদুল ফিতর উপলক্ষে সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন
তোফায়েল আহমেদ এমপিসহ বিভিন্ন মহলের শোক
জেলা আ’লীগ নেতা শফিকুল ইসলামের স্ত্রীর মৃত্যু

জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সহধর্মিনী মাহমুদা বেগম মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। শনিবার রাত ৮টার দিকে ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে ভোলার বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ এমপি, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, দৈনিক দক্ষিণ প্রান্ত পত্রিকার সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ওমর ফারুক, আব্দুস সহিদ তালুকদার, জেলা বাস মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ভোলার বাণী পরিবার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।