এমপি শাওনের সাংসদ হওয়ার ১১বছর পূর্তিতে লালমোহনে ইফতার মাহফিল

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন’র সংসদ সদস্য হওয়ার ১১ বছর পূর্তি উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় হামিম রেসিডেন্সিয়াল একাডেমীর আয়োজনে লালমোহন প্রেসক্লাব কার্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন’র আগামী দিনগুলো সফলতা ও তাঁর দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত দোয়া মোনাজাত করা হয়।
প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন, লালমোহন প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ও হামিম রেসিডেন্সিয়াল একাডেমী পরিচালক মোঃ রুহুল আমিন, দপ্তর সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, কোষাধ্যক্ষ মাকসুদ উল্যাহসহ লালমোহন উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।
উল্লেখ্য, গত ২০১০ সালের ২৪ এপ্রিল উপ-নির্বাচনের মাধ্যমে লালমোহন তজুমদ্দিন আসনে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এমপি হওয়ার পর এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকা ও এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখায় আর পেছেনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তারই ধারাবাহিকতায় ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page