চরফ্যাশনে ১৪ দিন পর পোড়া দুই লাশের “মাথা উদ্ধার”

ভোলার চরফ্যাশনে গলা কাটা পোড়া দুই লাশের মাথা ১৪ দিন পর উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘটনাস্থল থেকে এক হাজার গজ উত্তরে জনৈক মহিবুল্লাহর বাড়ীর সেফটিক ট্যাংকি থেকে মাথা দুইটি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ, গত ৮ এপ্রিল আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজের পাশের ভুঁইয়াগো বাগান থেকে মাথা বিহীন ২ টি পোড়া লাশ উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশ। দুর্বৃত্তরা এই বাগানে গলা কেটে দুই যুবককে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় মস্তকবিহীন পোড়া লাশ দুটি দেখে চরফ্যাশন থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। এ ঘটনায় এস আই নুরুজ্জামান বাদী অজ্ঞাত আসামী করে হত্যা মামলা করেন।
ওসি মনির হোসেন মিয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ৭ জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। মাথা দুটি ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে। খুব শিঘ্রই লাশের পরিচয় এবং ঘটনার মূল রহস্য উদঘাটিত হবে বলে জানান এ কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page