ভোলা রাজাপুরে রোজাদার গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর ৯নং ওয়ার্ডের জান্নাত বেগম নামের তিন সন্তানের জননী কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আনিসলাম রাঢ়ী ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে।
গৃহবধূ জান্নাত রাজাপুর ৯নং ওয়ার্ডের আনোয়ার গাজীর স্ত্রী এবং অভিযুক্তরা রাজাপুর ৮নং ওয়ার্ডের বাসিন্দা।
আহত গৃহবধূ জান্নাত বেগম জানান, আমি রাস্তা দিয়ে আজ বেলা ১১ টার সময় বাড়ীতে আসতেছি, আমার হাতে কয়েকটা বাঁশ গাছের মাথা ছিলো হঠাৎ একটি অটো রিস্কা পিছন থেকে আসলে আমি রাস্তায় পাশে দাঁড়াতে গেলে, বাঁশের মাথাগুলো অটোর সামনে গিয়ে পরে।
এর পরই অটোতে থাকা আনিসলাম রাঢ়ী, আমাকে খারাপ ভাষায় গালি দিয়ে বলে রাস্তা কি তোর বাপের?  আমি তাকে বললাম আপনি মুরুব্বী মানুষ এগুলো কি বলেন?  আমার কোলে বাচ্ছা আর আমিতো এগুলো সরাইতেছি, আপনার বাড়ীতে মা বোন নাই?  একথা বলার সাথে সাথেই তিনি অটো থেকে নেমে আমার গলাটিপে ধরে মারধর করে অটোর সাথে ধাক্কা দেয় আর অটোর ড্রাইভার আমাকে ধরে রাখছে।
পরে আমার ডাক চিৎকারে লোকজন এসে আমাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে ভোলা হাসপাতালে পাঠায়।
বর্তমানে আহত জান্নাত ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান জান্নাত বেগম এর স্বামী আনোয়ার গাজী ।
অভিযুক্ত আনিসলাম রাঢ়ী বলেন, ঘটনা কিছুটা সত্য থাপ্পড় দিয়েছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।