ভোলায় লকডাউনে কঠোর অবস্থানে জেলা পুলিশ

সারাদেশের মতো ভোলায় পুলিশের কঠোর অবস্থানের মধ্যদিয়ে লকডাউন পালিত হচ্ছে। ১৪ই এপ্রিল (বুধবার) ভোলা শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। জেলা শহরের এই চেকপোস্টে লকডাউন বাস্তবায়নে কাজ করছে ভোলা জেলা পুলিশ। জরুরি সেবা, খাদ্যদ্রব্য পণ্যের দোকান ছাড়া অন্যান্য বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। তবে আজও কিছু কিছু লোকজনকে ইলিশাঘাট দিয়ে ঢাকা থেকে আসতে দেখা গেছে।
লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশ ও জেলা প্রশাসন তৎপর রয়েছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ভোলা শহরে লকডাউন বিধি নিষেধ কঠোর ভাবে পালনের ক্ষেত্রে শহরের এন্ট্রি পয়েন্ট (প্রবেশ পথ) গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ওষুধ, রোগী ও জরুরী খাদ্য পণ্যবাহী যানবাহনগুলোকে বিশেষ ব্যবস্থায় চলাচলের সুযোগ করা দেওয়া হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
এই সময় ভোলা সদর থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন, ওসি তদন্ত আরমান হোসেনসহ পুলিশের উদ্ধোর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।