ভোলায় করোনা মোকাবিলায় জন সচেতনতা তৈরিতে মাঠে ভলান্টিয়ার ফর বাংলাদেশ

ভোলা সদরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জন সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলা। মঙ্গলবার (১৩এপ্রিল) সকাল ১০টা থেকে “চলুন সুস্থ থাকি, সুস্থ্য রাখি” স্লোগানকে সামনে রেখে বিভিন্ন লেখা প্লেকার্ডের মাধ্যমে মানুষকে সচেতন করেন এবং জন সমাগম রোধে ভোলা সদর কে-জাহান মার্কেট ও কাঁচা বাজার সহ বিভিন্ন যায়গায় মাইকিং করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলা।
এ সময় মাস্ক ব্যবহার করতে সাধারণ মানুষদের পরামর্শ ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করেন।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মনিরুল ইসলাম বলেন,এই করোনা মহামারীর ভিতরে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আমাদের আজকের আয়োজন চলুন সুস্থ্য থাকি, সুস্থ্য রাখি” উক্ত প্রোগ্রাম এর মাধ্যমে আমরা লকডাউন পরবর্তীতে মানুষের মধ্যে যেন আরো সচেতনতা ও স্বাস্থ্য বিধি মেনে চলার প্রবনতা তৈরি হয়, তা যেনো নিশ্চিত হয়।
উক্ত প্রোগ্রাম উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন, প্রজেক্ট অফিসার খালেদ বীন কবির, মানব সম্পদ কর্মকতা জুবায়ের তানভীর আহম্মেদ, জুই, শহিদুল ইসলাম সাগর, ইসরাফিল ইসলাম, মারিয়া, শ্বর্না, আমির হামজা, ইমু, শাহিন প্রমুখ।