মেডিকেল চান্স পেয়েছে চরফ্যাশনের শশীভূষণের সন্তান সাথী

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণের মেয়ে ফারজানা আফরোজা সাথী মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গাজিপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। ফারজানা আফরোজা সাথী চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ শাজাহান হাওলাদারের কন্যা। পিতা মোঃ শাহাজান হাওলাদার শশীভূষণ থানার এওয়াজপুর অজুফিয়া আলীম মাদ্রাসার দাখিল সহকারী শিক্ষক, মা শাহানা পারভীন একজন গৃহিনী।
পিতা মোঃ শাজাহান হাওলাদার জানান, ফারজানা আফরোজা সাথী তার দ্বিতীয় সন্তান। সে ছোট বেলা থেকেই লেখাপড়ায় ভালো। শশীভূষণ মুনলাইট প্রি-ক্যাডেট স্কুল হতে ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষায় এ+ নিয়ে সাধারন বৃত্তি পেয়েছিল। শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় হতে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ নিয়ে ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছিল। একই বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ নিয়ে সরকারী বোর্ডে বৃত্তি পেয়েছিল।
২০২১ সালে করোনা মহামারীর মধ্যে রসুলপুর ডিগ্রী কলেজ হতে এইচএসসিতে অটো পাশ করেন। এবং গত ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গাজিপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে ভতির্র চান্স পেয়েছেন।
তিনি আরো জানান, তার দুই সন্তান বড় ছেলে মোঃ শফিকুল ইসলাম শাওন গত ২০১৫ সালে সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছিল। বর্তমাসে সে পটুয়াখালী মেডিকেল কলেজে এমবিবিএস ফাইনালে অধ্যায়নরত আছেন। তিনি তার দুই সন্তানের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।