চরফ্যাশনে মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলার চরফ্যাশনে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় পথচারীসহ ২২ জনকে ৪ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১ মার্চ) দুপুরে পৌর শহরের সদর রোডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। এসময় ১৫টি মামলায় তাদের এই জরিমানা করা হয়।
নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক ব্যবহার করাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে আজকে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় ১৫টি মামলায় পথচারীসহ ২২ জনকে ৪ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।