স্বাধীনতা যুদ্ধে পরাজিতরাই মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছে : এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে। ইন্ডেমিনেটি অধ্যাদেশ জারি ছেলো বাংলাদেশের কলঙ্কিত ইতিহাস। স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরাই মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছে। পরাজিত শক্তির হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে জিয়া-খালেদা রাজনীতিকেও কলঙ্কিত করেছে।


রবিবার বিকালে তজুমদ্দিন উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসুচি পালনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে “সল্পোন্নত দেশ, উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে আনন্দ র্যালীতে অংশগ্রহণ ও মেলা পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, ওসি এসএম জিয়াউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, উপজেলা সমাজ সেবা অফিসার সিদ্দিকুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন অফিসার মনোরঞ্জন দে প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।