দৌলতখানে দলিত জনগোষ্ঠীর অর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলার দৌলতখানে দলিত জনগোষ্ঠীর অর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় দৌলতখান উপজেলা কার্যালয় হলরুমে দৌলতখান উপজেলা বিডিইআরএম এর সভাপতি প্রভাষক সুদর্শন চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাইফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা মহুয়া আফরোজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাজলার রহমান, ভোলা জেলা বিডিইআরএম এর সভাপতি চন্দ্রমোহন ছিডু, সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, বিডিইআরএম ভোলা সদর উপজেলার সভাপতি রনজিত বেপারী, দৌলতখান পূজা উদর্যাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক রাণা রায়, সাংগঠনিক সম্পাদক সনাতন বালা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সঠিক তথ্য-উপাত্ত ছাড়া দলিত জনগোষ্ঠী জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়। তাই আদমশুমারিতে দলিত জনগোষ্ঠীকে আলাদাভাবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি জাত-পাত পেশা বৈষম্য দুরীকরণে বৈষম্য বিলোপ আইন বাস্তবায়ন, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি, সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করা সহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা। এ সময় দৌলতখান উপজেলার দলিত জনগোষ্ঠীর বিভিন্ন পেশাজীবি শত শত পুরুষ ও নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।